মেহেরপুর প্রতিনিধি, ২৮ জানুয়ারি:
মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির উদ্দীনকে আটক করে কারাগারে পাঠারো হয়েছে।
সোমবার দুপুরের দিকে বশির উদ্দীনকে মেহেরপুর নারী ও শিশু আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। বশির উদ্দীন গাংনী উপজেলার নিশিপুর গ্রামের ছহির উদ্দীনের ছেলে । সম্প্রতি নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড দেন। সে থেকে চাঁদ মোহাম্মদ পলাতক ছিল।
রবিবার রাতে বশির উদ্দীন বাড়ী ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দিকে গাংনী থানা পুলিশ তাকে আটক করে।