লা লিগায় বেনজামার নৈপুণ্যে বেঁচে গেল রিয়াল মাদ্রিদ। এলচের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতল জিদান বাহিনী। এলচেকে ২-১ গোলে হারালো লস ব্লাঙ্কোরা।
অতিরিক্ত সময়ের এই গোলেই হাফ ছেড়ে বাঁচে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের বুড়ো ঘোড়া করিম বেনজামার ম্যাজিকে এলচের বিপক্ষে পয়েন্ট হারানোর লজ্জা এড়ায় লস বাঙ্কোরা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় এলচেকে।
ম্যাচের শুরুটা ছিল একেবারে ভিন্ন। ডি স্টেফানোতে প্রথম থেকেই খাপছাড়া লস ব্লাঙ্কোরা। মাঝ মাঠ থেকে গুছিয়ে দেয়া বলগুলো বারবার পিছলে গেছে ফরোয়ার্ডদের পায়ে।
দ্বিতীয়ার্ধেও মিসের ধারাবাহিকতা বজায় রাখেন রিয়াল ফুটবলাররা। এই সুযোগে ৬০ মিনিটে এগিয়ে যায় এলচে। ৪৩ বছর পর লিসিতান্সদের বিপক্ষে হোম ম্যাচে হারার শঙ্কায় পড়ে রিয়াল মাদ্রিদ।
তবে, সাদা জার্সিধারীদের বাঁচিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। ৭৩ মিনিটে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি জয়টাও এনে দেন তিনি।