অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার তিন বছর আগের কোনো কাগজপত্র, রেকর্ড বা না-দাবি প্রত্যয়নপত্র কোনো সরকারি কর্মচারীর কাছে চাওয়া যাবে না। সরকারি চাকরিজীবীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে সম্প্রতি এ রকম একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে যে সরকারের আদেশ উপেক্ষা করে কোনো কোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা পেনশনধারীদের কাছে পুরো চাকরিজীবনের রেকর্ড কাগজপত্র চাচ্ছে। বিষয়টি মোটেও অভিপ্রেত নয়। এতে পেনশনধারীরা হয়রানির শিকার হচ্ছেন, আবার পেনশন কেইসগুলো নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে।