নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্টসের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার তিন বছর আজ। এতে ক্রু সহ ৫১ জন যাত্রী নিহত হয়েছিলেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় দেশজুড়ে নামে শোকের ছায়া। আর বেঁচে ফেরা ২০ জন মানসিকভাবে বিপর্যস্ত হন দীর্ঘ সময়ের জন্য।
চূড়ান্ত তদন্তে পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে দিকভ্রান্ত পাইলটকেই দায়ী করে প্রতিবেদন দেয় নেপাল। কন্ট্রোল টাওয়ার ও বিমানকর্মীদের ভেতরকার ভুল বোঝাবুঝিকেও সম্ভাব্য কারণগুলোর অংশ হিসেবে তুলে ধরা হয়।