আয়ুর্বেদীয় পদ্ধতিতে রূপচর্চার সেবা দেওয়া হয় যেখানে, সেখানকার পরিবেশও নান্দনিক হওয়া দরকার। কারণ, চারপাশ যখন পরিচ্ছন্ন থাকবে, তখন এমনিতেই ভালো হয়ে যাবে শরীর ও মন। এই বিষয়ে গুরুত্ব দিয়ে নতুনভাবে রাজধানীর বনানী এ ব্লকের ২৩ নম্বর সড়কে ৮৮ নম্বর বাড়িতে যাত্রা শুরু করেছে আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টার। বাঁশ আর গাছের নান্দনিক স্থাপনায় সাজানো আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টারে ঢুকতেই ভেসে আসে সুরের মূর্ছনা, আর পাওয়া যায় নানা ধরনের ভেষজ উপকরণের সুগন্ধ।